চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দু’টি অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার সন্ধ্যার দিকে শিবগঞ্জের লালকুড়িয়া মাঠ নামক স্থানে ৯৯০ পিচ, শনিবার ভোরে শ্বশানঘাট নামক স্থানে ৩ হাজার ৫২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়; নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৬ মেইন হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালকুড়িয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে  মালিকবিহীন ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে শনিবার ভোরে বিজিবির আরেক অভিযানে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/৯-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ অক্টোবর, ২০২২