চাঁপাইনবাবগঞ্জে ২১ কেজি গাঁজাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ আশিক আলী (২২) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটক আশিক রাজশাহীর তানোরের শিবপুর বহরোইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
শনিবার বিকাল ৫টার দিকে শহরের শান্তি মোড় এলাকা থেকে তাকে আটক করে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহীর একটি সমন্বিত অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিস অফিসের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ আশিক আলীকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯ অক্টোবর, ২০২২