শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর  আলী হাসান মারফত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু উপজেলার চককীর্তি ইউনিয়নের পিরানটোলা গ্রামের হোসেন আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগান থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
গত ১০ অক্টোবর থেকে শিশু হাসান মারফত নিখোঁজ ছিলো।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সকালে স্থানীয়রা
শিবগঞ্জে গোয়াবাড়ি চাঁদপুর কল্যাণীজোলা আমবাগানে একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান,  প্রাথমিক ধারণা- কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপরাধী সনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ অক্টোবর, ২০২২