শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ-স্মার্ট আইডি কার্ড বিতরণ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৯৪৮ জন বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, বীরমুক্তিযোদ্ধার তরিকুল ইসলাম, বজলার রশিদ সনুসহ অন্যরা।
অনুষ্ঠানে আট ইউনিয়নের ৪ শতাধিক বীরমুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদের মাঝে এসব বিতরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ অক্টোবর, ২০২২