চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
'গড়বে শিশুর সোনার দেশ-ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, ন্যাশনাল চিলড্রেন ট্যাক্সফোর্স, জেলা শাখার সাধারণ সম্পাদক মায়িসা মালিহা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ বজলুর রহমান, জেলা মুক্তমহাদলের পরিচালক মোসফিকুর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শেষে শিশু অধিকার সপ্তাহ (৩-১১অক্টোবর) এর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ অক্টোবর, ২০২২