চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত


'বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি-সবার জন্য টেকসই নগর গড়ি’ প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসীন। স্বাগত বক্তব্য রাখেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাল,  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন প্ল্যানার ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন, জেলা গণপূর্ত বিভাগের অতিরিক্ত উপ-বিভাগীয় প্রকৌশলী সত্যজিৎ রায়, ফিরোজ হোসেনসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ অক্টোবর, ২০২২