চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ৬ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৬ জনকে আটক করেছে র্যাব। আটককৃত হলো, মোঃ মিন্টু (৫০), মোঃ শামিম (২২), নাইম হাসান (২৮), মোঃ আতিকুল (২৮), মিরাজ (৪০) ও জসিম (৫০)।
রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার, হাটখোলাস্থ পুরাতন মিলঘরের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । তাদের সবার বাড়ি আমনুরার বিভিন্ন গ্রামে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার, হাটখোলাস্থ পুরাতন মিলঘরের ভিতর অভিযান চালায়। এ সময় জুয়া খেলার দায়ে ৬ জনকে আটক করা হয়। পরে সেখান থেকে ১১ সেট পুরাতন প্লেয়িং কার্ড ও ৩০ হাজার ৬৭০ টাকাসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ অক্টোবর, ২০২২