চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কিশোরের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল গিয়ে ডুবে সিফাত (১৩) নামের একজন মারা গেছেন। সোমবার দুপুরে মহানন্দা নদীর সিএন্ডবি ঘাটে ডুবে মারা যায়।  মৃত সিফাত শহরের পিটিআই মাস্টার পাড়ার সুমন আলীর ছেলে ।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ছাবের আলী বলেন, 'মহানন্দা নদীর সিএন্ডবি ঘাটে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় ডুবে যায় সিফাত। পরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে সিফাতের মরদেহ উদ্ধার করেন। এবং তার পরিবারের কাছে লাশ হস্তান্তর  করা হয়েছে।'
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন; ফায়ার সার্ভিসের লোকজন ওই কিশোরের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ওই কিশোরের পরিবারকে লাশ বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিসের লোকজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩ অক্টোবর, ২০২২