চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ হাজার পাতার বিড়ি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৬ লাখ ৪৪ হাজার টাকার মূল্যর ২২ হাজার ১ শ' প্যাকেট পাতার  বিড়ি ও ৯১ হাজার ৫০০ টি বিড়ির পলিথিন ব্যাগ উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
শনিবার দিবাগত রাতে শিবগঞ্জের পারচৌকা নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চৌকা বিওপির নায়েক মোঃ নুর ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৭৬ মেইন হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা নামক স্থানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ২২ হাজার ১ শ' প্যাকেট পাতার বিড়ি ও ৯১ হাজার ৫শ' বিড়ির পলিথিন ব্যাগ উদ্ধার করে।
এদিকে বিজিবির অপর অভিযানে সোনামসজিদ সীমান্তে  পিরোজপুর নামক স্থানে মালিকবিহীন ২২ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এ  ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ সেপ্টেম্বর, ২০২২