চাঁপাইনবাবগঞ্জে ১২ জন ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার প্রফেশনাল আউটসোর্সিং প্রশিণ প্রাপ্ত ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কে ওই ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপগুলো বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা সমাজসেবার উপ পরিচালক উম্মে কুলসুম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং।
ল্যার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আউটসোর্সিং প্রশিণপ্রাপ্ত ১২ জন ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপগুলো বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ