প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র্যালি, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ সিকদার ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ সেপ্টেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন