চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বাসের ধাক্কায় বিশারত আলী (৫০) নামের সাইকেল চালক নিহত হয়েছে। নিহত বিশারদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চক আলমপুর গ্রামের আহসান বিশ্বাস ছেলে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড মোড়ে এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে বিশারত বাইসাইকেলযোগে বাড়ি থেকে মহারাজপুরে যাচ্ছিল। এসময় সোনামসজিদগামী একটি যাত্রীবাহি বাস ঘোড়াস্ট্যান্ড মোড়ে তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এঘটনায় চালক পালিয়ে গেলেও বাস আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ সেপ্টেম্বর, ২০২২