শিবগঞ্জে ট্রলির ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় নাঈম নামের এক দুই বছরের শিশু মারা গেছে । মৃত নাঈম শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরি এলাকার হাকিদুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড়ের ধুইনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, বিকালে কয়লাদিয়াড় ধুইনাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রলি নাঈমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়ে মারা যায়।
তিনি আরো জানান, নাঈম তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।এ ঘটনায় ট্রলি চালক পলাতক আছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ সেপ্টেম্বর, ২০২২