শিবগঞ্জে ২টি ওয়ান শুটারগান ও ১১টি ধারালো অস্ত্রসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার হাজীপাড়া জালমাছমারী থেকে বুধবার রাতে ২টি ওয়ান শুটারগান, ২টি চাইনিজ কুড়াল, ২টি নিঞ্জা চাকু, ১টি সোলেমানি চাকু, ১টি নিঞ্জা লাঠি চেইন, ১টি বেসবল ব্যাট,  ১টি বড় তরবারি, ১টি চিকন ছুরি, ১টি টিপ চাকু, ১টি বুলেট চাক, ২ বোতল বিদেশী মদ ও গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে হাজীপাড়া জালমাছমারী এলাকার মৃত আবেদ আলী’র ছেলে আজাহার আলী @ আপেল (৪২)।
র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল, শিবগঞ্জে হাজীপাড়া জালমাছমারী গ্রামস্থ আজাহার আলী @ আপেল এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। এমন সংবাদ ভিত্তিতে রাতে ওই বসত বাড়িতে অভিযান চালিয়ে আজাহারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভিতরে থাকা ওয়্যার ড্রপের ভিতর হতে ২টি ওয়ান শুটারগান ও বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেসনোটে আরো জানায়, এর আগে আজাহার আরো কয়েকটি অপরাধে দায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ সেপ্টেম্বর, ২০২২