চাঁপাইনবাবগঞ্জে নদী ভাঙন ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ছাগলসহ নগর অর্থ বিতরণ


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নদী ভাঙন ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ছাগলসহ নগর অর্থ বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এছাড়াও গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জামাদি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।
২০২১-২২ অর্থবছরে ইউনিয়ন পরিষদের ১৪০ জন পুরুষ ও মহিলা গ্রাম পুলিশকে উন্নতমানের পোশাকসহ প্রয়োজনীয় পরিধানযোগ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে ১২ জন ভিুককে পুনর্বাসনের লে ৩টি করে ছাগল, নগদ ৩ হাজার করে টাকা ও ১টি করে শাড়ি, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে তিগ্রস্ত ৬০ জনকে ৫ হাজার টাকা করে ৩ লাখ টাকা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ সেপ্টেম্বর, ২০২২