চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস


চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য রোলার দিয়ে পিষে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় আদালতের নির্দেশে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক দীন-ই-আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ হওয়া বিচার নিষ্পত্তিকৃত ও তদন্তাধীন মামলার আলামত বিপুল পরিমান মাদকদ্রব্য নমূণা রেখে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ১০ হাজার ১৬ পিস, হেরোইন ৮০৫.৫ গ্রাম, চোলাই মদ ১৮৩.৪লিটার ও ১২ বোতল, গাঁজা ২৯ কেজি ৬৬০ গ্রাম ও ৯৮ পুরিয়া, নিষিদ্ধ সিরাপ ১২৬ কার্টুন, ফেনসিডিল ২ হাজার ৬৯৯ বোতল, ভারতীয় পাতার বিড়ি ৫৮হাজার ১৪০ পিস, বিড়ির পাতা ১০৯ কেজি, বিড়ির মসলা ৭৭ কেজি, বিড়ির লেভেল ৭ কেজি ও বিদেশী মদ ৪৫ বোতল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ সেপ্টেম্বর, ২০২২