চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নৌকা ডুবি ঘটনায় নিখোঁজ থাকা সানজিদা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করাছে স্থানীয়রা। মৃত সানজিদা ফিল্টের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার কাজেম আলী মেয়ে।
সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফিল্টের হাটের পাগলা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা রজব আলী শেখ ও মেম্বার আব্দুর রাজ্জাক জানান, গতকাল রোববার সন্ধ্যার দিকে নৌকায় করে ১৩ জন শিক্ষার্থী প্রাইভেট থেকে বাড়িতে ফেরার পথে অসাবধানতা বশত পাগলা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ১২ জনকে জীবিত উদ্ধার করলেও সানজিদা নিখোঁজ থাকে। পরে ফারায় সার্ভিসের লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও তার হদিস পাওয়া যায়নি। সোমবার বিকালে ৫ টার দিকে স্থানীয়রা সানজিদা লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ সেপ্টেম্বর, ২০২২
শিবগঞ্জে নৌকা ডুবি ঘটনায় নিখোঁজ থাকা শিক্ষার্থীর লাশ উদ্ধার