শিবগঞ্জে নৌকা ডুবি ঘটনায় নিখোঁজ থাকা শিক্ষার্থীর লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নৌকা ডুবি ঘটনায় নিখোঁজ থাকা সানজিদা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করাছে স্থানীয়রা। মৃত সানজিদা ফিল্টের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার কাজেম আলী মেয়ে।
সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর ফিল্টের হাটের পাগলা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা রজব আলী শেখ ও মেম্বার আব্দুর রাজ্জাক জানান, গতকাল রোববার সন্ধ্যার দিকে নৌকায় করে ১৩ জন শিক্ষার্থী প্রাইভেট থেকে বাড়িতে ফেরার পথে অসাবধানতা বশত পাগলা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ১২ জনকে জীবিত উদ্ধার করলেও সানজিদা নিখোঁজ থাকে। পরে ফারায় সার্ভিসের লোকজন তাকে খোঁজাখুঁজি করলেও তার হদিস পাওয়া যায়নি। সোমবার বিকালে ৫ টার দিকে স্থানীয়রা সানজিদা লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ সেপ্টেম্বর, ২০২২