চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি হলো- শিবগঞ্জে পিরোজপুরের কেরামত আলী’র ছেলে মনিরুল ইসলাম (৩৫)।
গত রবিবার দিবাগত রাতে শিবগঞ্জে পিরোজপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মোঃ ওমর ফারুক (২৮) ও মোঃ মনিরুল ইসলাম (৩০) নামে দুই জন পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ পারকার সাজ্জাদের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৬-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ মনিরুলকে আটক করা হয়। অভিযানকালে শিবগঞ্জে বালিয়াদিঘী এলাকা ওমর ফারুক ও কয়লাবাড়ী গ্রামের মনিরুল পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা । এ ঘটনায় আটককৃত ব্যক্তি ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬৫ বোতল ফেনসিডিলসহ একজন আটক