চাঁপাইনবাবগঞ্জে জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দু’ নেতার নিহতের প্রতিবাদে রবিবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়বাদী কৃষকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। জেলা কৃষকদলের আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা ওমর ফারুক রানা, মিম ফজলে আজিম প্রমুখ।  
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে হারুনুর রশিদ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জনগনের দুর্ভোগের বিষয় মাথায় না নিয়ে আইএফএম’র শর্ত পুরণ করতে সরকার জ্বালানী তেলের দাম বৃদ্ধি করেছেন। এতে করে কৃষি উৎপাদন খরচসহ কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং জনগনের দুর্ভোগ বাড়বে। তিনি কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সে লক্ষে কৃষকদের বিনামুল্যে সেচ সুবিধা দেয়ার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ আগস্ট, ২০২২