চাঁপাইনবাবগঞ্জে ৫২ লিটার চোলাইমদসহ ২জন আটক


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনৈল উত্তর ভবানীপুর থেকে রবিবার সকালে প্রায় ৫১.৬ লিটার চোলাইমদসহ ২জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে,  শহরের আলীনগর মিল্কী বাগানপাড়ার মৃত শাহিমুদ্দিনের ছেলে তামিজ উদ্দিন (৪০) ও আরামবাগ নতুনপাড়ার হামিদের ছেলে সিরাজুল ইসলাম (৫৬)।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের  একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনৈল উত্তর ভবানীপুরে একটি মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় চালাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫১.৬ লিটার চোলাইমদসহ তামিজ উদ্দিন  ও সিরাজুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ আগস্ট, ২০২২