চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৩ জনের নমুনার পরীক্ষায় ২ জনের দেহে করোনা শনাক্ত হয়। তবে নতুন শনাক্ত ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
সোমবার স্থানীয় স্বাস্থ্যবিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, করোনার শুরু থেকে গত ৭ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৯১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮৪৮ জনের। তাদের মধ্যে সুস্থ হন ৬ হাজার ৬৪৫ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৭৯৫ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে।
বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩০ জন। তারা সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট, ২০২২