গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে পড়ে গিয়ে মোহাম্মদ কাফি নামে ৩ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মন গ্রামে এ ঘটনা ঘটে। কাফি ওই গ্রামের কাসিমের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী সরদার জানান, সকালে কাফি বাড়ির পাশে পরিবারের অগোচরে মরা পোতা নামক পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আহম্মদ আলী সরদার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট, ২০২২

,