শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শিবগঞ্জ পৌরসভা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, শিবগঞ্জ থানা পুলিশ, শেখ রাসেল শিশু প্রশিণ ও পুনর্বাসন কেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস, প্রশিকা, সরকারি-বেসরকারি দপ্তর, শিাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুজিব মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। শেষে চিত্রাঙ্কন, রচনা, দেশত্ববোধক গান ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিণ ও পুনর্বাসনের কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে কোরআন খতম, দোয়া মোনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/  নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২২