শিবগঞ্জে বেকার যুবক-নারীদের মাঝে ঋণের চেক বিতরণ


জাতীয় শোক দিবসে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেকার যুবক ও নারীদের মাঝে ১৩ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও বিআরডিবি'র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪ জন সুবিধাভোগির হাতে এসব ঋণের চেক তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাকসহ অন্যরা। অনুষ্ঠানে ১৫ সুবিধাভোগীকে সাড়ে ৪ লাখ টাকা, ৭ যুবককে ৪ লাখ ৭০ হাজার, ২১ নারীকে ৩ লাখ ১৫ হাজার ও একজনকে ১ লাখ টাকার চেক দেয়া হয়।
এদিকে শিবগঞ্জে উপকারভোগি ৫০ নারীর মাঝে বয়স্ক ও বিধবা ভাতা বহি বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এসব ভাতাবহি তুলে দেন ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/  নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২২

,