চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হলো- নাচোল উপজেলার এলাইপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে তামিম ইকবাল (৫) ও শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের ইয়াসিন আলির ছেলে ভ্যানচালক আবদুল জলিল (৬০)।
রবিবার সকালে শিবগঞ্জে রসুলপুর ও নাচোলের এলাইপুর মোড়ে এ পৃথক ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সকালে তামিম তার বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।
এদিকে শিবগঞ্জ থানার এসআই আবদুল গণি জানান, সকালে জলিল চার্জারভ্যান নিয়ে শিবগঞ্জ থেকে ছত্রাজিতপুর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আমের ক্যারেট ভর্তি পিকআপ রসুলপুর মোড়ে পৌঁঁছালে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় চালক জলিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
আইনি প্রক্রিয়া শেষ মরদেহ দু’টি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ আগস্ট, ২০২২
শিবগঞ্জ ও নাচোলে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ ২জন নিহত