চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবরা এলাকা থেকে রবিবার দিবাগত রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ১টি ম্যাগাজিন ও ২রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-৫। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি নামোপাড়া গ্রামের অহেদুল আলীর ছেলে নাম ঈদুল শেখ (৪৬)।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ত্র চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ধোবরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও নগদ ৫ হাজার টাকাসহ ঈদুল শেখকে হাতে নাতে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব দাবি করেন, ঈদুল শেখ দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে এবং এঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট, ২০২২
শিবগঞ্জে ২টি আগ্নেয়াস্ত্রসহ একজন আটক