জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাসদের মানববন্ধন


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদ মানববন্ধন ও সমাবেশ করেছে।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাসদের ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে জাসদ ও জাসদ সমর্থিত ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। প্রায় ঘন্টব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সহ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ নেতা আবু হেনা বাবলু, আব্দুস সবুর, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোট আহ্বায়ক সাজেমান হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা জ্বালানিখাতে সরকারের ভুলনীতির কথা উল্লেখ করে বলেন, জনদুর্ভোগ কমাতে  দ্রুত জ্বালানি মূল্য কমানোর দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ আগস্ট, ২০২২