শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তোহরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙা এলাকার নওশাদের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে রাণীহাটি বাজার থেকে অটোরিকশা যোগে তোহরুল ইসলাম শিবগঞ্জ যাচ্ছিলেন। ওই পখ দিয়ে আরেক ব্যক্তি ঘাড়ে বাঁশ নিয়ে যাওয়ার পথে অটোরিকশাতে থাকা ওই আরোহীর বুকে বাঁশে আঘাত লাগে।পরে
গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যেইা মারা যায়।
্আ্ইনগত প্রক্রীয়া শেষ পরিবারের কাছে মরদেহ ফেরত দেওয়া হয় বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ আগস্ট, ২০২২