চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ জনের নমুনার পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। তবে নতুন শনাক্ত ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্যবিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, করোনার শুরু থেকে গত ১০ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮৫৫ জনের। তাদের মধ্যে সুস্থ হন ৬ হাজার ৬৪৯ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৮৪৪ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে।
বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। তারা সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত