নাচোলে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত, আহত ২


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় শিফা খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিফা নাচোলের নিজামপুর মরা পুকুর গ্রামের সেলিমের মেয়ে। এ ঘটনায় শিফার নানাসহ ২ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে নাচোল- আমনুরা গামী সড়কের নেজামপুর দীঘি পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আহসান আলী তার দু’ নাতনি নাতনি শিফা ও খাদিজাকে নিয়ে ঘাস কাটার জন্য বাড়ি থেকে  বের হয়। এ সময় আমনুরা হতে নওগাঁ গামী একটি ট্রাক তিনজনকে ধাক্কা দেয় । এতে ৩জন আহত হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন আহত অবস্থা তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেডিকেলে চিকিৎসারত অবস্থায় শিফা মারা যায়।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে  ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ আগস্ট, ২০২২

,