চাঁপাইনবাবগঞ্জে দুই দিনে এক শিশুসহ ৩ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে দুই দিনে এক শিশুসহ ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। নতুন করে ৩ জন আক্রান্তে মধ্যে সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩০ জুন) আরো ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস.এম. মাহমুদুর রশিদ বলেন, সোমবার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আরো ২ জনের করোনা শনাক্ত হন। আর রবিবার ম্যাক্স হসপিটালে একটি শিশুর দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।
তিনি আরো বলেন, নতুন শনাক্ত ৩ জন নিয়ে রোগী ৭জন। তার সবাই বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুলাই, ২০২২