চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের ডাস্টবিন ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্লাস্টিকের ডাস্টবিন ও বেঞ্চ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
২০২১-২২ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের ডাস্টবিন ও ১১ শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়।
অন্যদিকে সদর উপজেলর বারঘরিয়ায় ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে হুইল চেয়ার, বাই-সাইকেল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
এ সময় উপস্থিত ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর- রশিদসহ ওয়ার্ড মেম্বারগণ।
ইউনিয় পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১০ জন প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ জুলাই, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের ডাস্টবিন ও বেঞ্চ বিতরণ