চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে জমির সীমানা নির্ধারণ নিয়ে দু’ গ্রুপের সংঘর্ষে আহত জমসেদ আলী (৬৫) নামে একজন রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে চরবাগডাঙ্গার বাথানপাড়ার মৃত উমেদ আলী ছেলে। রবিবার সকালে রাজশাহী মেডিক্যালকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সংঘর্ষে দু’ গ্রুপের আরো ৬ থেকে ৭ জন আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বাথানপাড়ায় জমির সীমানা নির্ধারণ নিয়ে জমসেদ ও গোলাপের সাথে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার বিকালে দু’ গ্রুপের সংঘর্ষে হয়। সংঘর্ষে দু’ গ্রুপের ৬ থেকে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে জমসেদকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যালে পাঠানো করা হয়। সেখানে রবিবার সকালে জমসেদ চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুলাই, ২০২২