শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের মাটি পরীক্ষা সম্পন্ন


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের লক্ষে রবিবার মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে মাটি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শংকরবাটি উচ্চ বিদ্যালয় সার্বিক উন্নয়ন কমিটির আহবায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল আলী, সাবেক কাউন্সিলর সেরাজুল ইসলাম জারজিস, মুকুল আলী, কমিটির সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম, আলহাজ্ব হাসান আলী, আমিরুল মোমিনীন জীবন, গোলাম ফারুক মিথুন, হাবিবুর রহমান হাবু, বাবলুর রশিদ, আব্দুল হান্নান, কায়েনাত আলী, আলমগীর হোসেন আলম, আবু কালাম, সাইফুল ইসলাম সাইফুল, হাজি কামরুজ্জামান, সফিকুল ইসলাম, মঞ্জুর হোসেন, সাদেকুল ইসলাম, কামরুল ইসলাম, মিনহাজুল ইসলাম, সারোয়ার জাহান মুক্তা, গোলাপ হোসেন, আতাউর রহমান, আবু সায়েম প্রমুখ।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি) এর আওতায় চারতলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নতুন ভবন নির্মাণের লক্ষে গেল সোমবার বিদ্যালয় চত্বরে সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ আজাইপুর পোল্লাডাঙ্গা গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মত বিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এরআগে সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুনও দু’ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুলাই, ২০২২