চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে তরুণ খুনের ঘটনায় ৫ তরুণ গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর এলাকায় মোটর সাইকেলে ওভার টেকিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সাব্বির আহমেদ (২০) নিহতের ঘটনায় পুলিশ ৫ তুরুণকে গ্রেফতার করেছে। গত শুক্রবার বিকেলে সাব্বির নিহত হওয়ার পর রাতেই তার পিতা মনিমুল হক ওরফে মনিরুল বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ৫ জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করা হয়। এ ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, টিকরামপুর তিনতলা মসজিদ এলাকায় এলাকায় সাব্বির খুন হওয়ার পর পরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সাব্বির হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকা এবং রাজশাহী জেলার তানোর থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার আলমগীর হোসেন ছেলে সবুজ (২২), সিরাজুল ইসলামের ছেলে সাদিকুল (২০), ১নং কলোনীপাড়ার জিয়াউর রহমানের ছেলে সুরাত (২১), মৃত খাইবার আলীর ছেলে  নূর সালাম (২০) ও কারিমের ছেলে  সুরাজ আলী (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ জুলাই, ২০২২