ভারতের রাষ্ট্রপতি হিসেবে সাঁওতাল নেত্রী দ্রৌপদি মুর্মু নির্বাচিত হওয়ায় আনন্দ র‌্যালি


ভারতের রাষ্ট্রপতি হিসেবে ভারতবর্ষের আদিবাসী সাঁওতাল নেত্রী দ্রৌপদি মুর্মু নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষরা।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শত শত নারী পুরুষ চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় জমায়েত হয়ে একটি আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক প্রভাত টুডু, রুমালী হাসদাসহ ফোরামের নেতৃবৃন্দ।

 


 সমাবেশে ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বাংলাদেশে দ্রুত আমন্ত্রণসহ ৫ দফা দাবি জানানো হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য ও গীত পরিবেশন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুলাই, ২০২২