চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের ৫ বছর কারাদন্ড


চাঁপাইনবাবগঞ্জে মামলায় আশরাফুল (৫০) নামের একজনের ৫ বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। মঙ্গরবার আসামীর উপস্থিতিতে বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম দন্ডাদেশ ঘোষণা করেন। আশরাফুল শিবগঞ্জের কয়লাবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন, গত ২০১৪ সালের ২৫ নভেম্বর আশরাফুলের
বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ পুলিশ। এ সময় পাঁচশত চল্লিশ বোতল ফেনসিডিল পাওয়া গেলে আটক হন আশরাফুল। এ ঘটনায় ওইদিন থানায় মামলা করেন থানার উপপরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ। মামলার তদন্ত হকর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর ২০১৫ সালের ১৮ জানুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুলাই, ২০২২