চাঁপাইনবাবগঞ্জ আইইবি’র চেয়ারম্যান মহসীন সম্পাদক রাকিবুল


চাঁপাইনবাবগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীনকে চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল আহসানকে সম্পাদক করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটিউশন বাংলাদেশ-আইইবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত সোমবার (১৭ জুলাই) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত হোসেন শিবলু এক পত্রে কেন্দ্রীয় কাউন্সিলের ৬২৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, সদস্য প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রকৌশলী এজেএম মো. মাসুদুর রহমান, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, প্রকৌশলী সানিজদা আফরিন ঝিনুক, প্রকৌশলী অমিত কুমার সরকার, প্রকৌশলী মো. সেলিম রেজা ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুলাই, ২০২২