চাঁপাইনবাবগঞ্জে বুস্টার ডোজ নিয়েছে ৭২ হাজার মানুষ
বুস্টার ডোজ দিবসে করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে ৭২ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ১৭৪ টি বুথে এই টিকা প্রদান করা হয়। এজন্য ৩৪৮ জন টিকাকর্মী ও ৫২২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
এদিকে দুপুরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা এসএম মাহমুদুর রশিদ শিবগঞ্জের কয়েকটি বুথ পরিদর্শন করেছেন।
সিভিল সার্জন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ ৫ উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মোট ১৭৪ টি বুথের অনেক বুথে টিকা দেয়া হয়। বুস্টার ডোজ দিবসে সরকারিভাবে চাঁপাইনবাবগঞ্জে ৮৭ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়ার ল্যমাত্রা নির্ধারণ করা হলেও জেলায় আরো অনেক মানুষকে তা দেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুলাই, ২০২২