নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষিপুর মোড়ে পিকআপ ভ্যানের সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষে ভ্যান চালক রাকিব হোসেন (৫৫) নিহত হয়েছে। নিহত রাকিব নাচোলের বটতলা ডাকাতপুকুর গ্রামের হেরাস মন্ডলের ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, দুপুর ১ টার দিকে নওগাঁর পোরশা থেকে নাচোল অভিমুখে আসার একটি পিকআপ ভ্যান লক্ষিপুর মোড়ে মাটির হাড়িপাতিলবাহী রিক্সাভ্যানের সংঘর্ষ হয়। এতে রিক্সাভ্যান চালক রাকিব ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পিকআপ ভ্যান আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।
আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে রাকিবের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, ওসি মিন্টু রহমান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুন, ২০২২