চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুফিয়া (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ডিহিপাড়ার আনারুলের স্ত্রী। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে নিজ বাড়িতে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সুফিয়া। এ সময় পরিবারের লোকজন উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুন, ২০২২