নদীতে গোসলে নেমে নিখোঁজ, ২ দিন পর শিশুর লাশ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২ দিন পর সিফাত (৮) নামে এক শিশুর ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। সিফাত ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গার নিমগাছি গ্রামের খাইরুল ইসলামের ছেলে। শনিবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে গ্রামের মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, গত ১৬ জুন ভোলাহাট উপজেলার ঘাইবাড়িতে মামার বাড়িতে বেড়াতে এসে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দিন দুপুর থেকে ডুবুরিসহ সিফাতের পরিবারের লোকজন খুঁজতে থাকে। তবে পরের দিন ডুবুরিদল উদ্ধার কাজ বন্ধ করে দিলেও পরিবারের লোকজন উদ্ধার কাজ চালিয়ে যায়।
শেষে শনিবার সকালে মল্লিকপুরে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা  নাচোল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে লাশটি হস্থান্তর করা হয় বলে জানান ওসি ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জুন, ২০২২