চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মরদানা গ্রামে থেকে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী অস্ত্র ও ১টি ককটেলসহ ১৩ মামলার পলাতক আসামী রাব্বানী (৪০) কে গ্রেফতার করেছে র্যাব। রাব্বানী চাঁপাইনবাবগঞ্জের বহরমপুর হঠাৎ পাড়ার আব্দুল লতিফের ছেলে। তাকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামে পরিত্যাক্ত টিন শেড বাড়ীর সামনে অভিযান চালায়। অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি অস্ত্র (হাশুয়া), ও একটি ককটেলসহ রাব্বানী’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৮টি বিস্ফোরক, ২টি অস্ত্র এবং ৩টি মারামারি মামলাসহ মোট ১৩ মামলার রয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ জুন, ২০২২
শিবগঞ্জে ৩টি ওয়ান শুটার গানসহ ১৩ মামলার পলাতক আসামী গ্রেফতার