পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভোলাহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে মেডিকেল মোড় মুজিব চত্বরে থেকে শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি আব্দুল গাফফার মুকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সহ সভাপতি আইয়ুব আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা গরিবুল্লাহ দবির, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যায় মুজিব চত্বরে সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জুন, ২০২২