পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গোমস্তাপুরে আওয়ামীলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা


পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেছে স্থানীয় আওয়ামী লীগ। এই উপলক্ষে শনিবার বিকেলে ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে প্রদণি করে একই স্থানে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠে।
এ সময় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য  জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ জুন, ২০২২