মহানন্দা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌরসভার নামোরাজারামপুর হাজিপাড়া এলাকায় মহানন্দা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে হাজিপাড়া এলাকায় মহানন্দা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
সুরতহাল রির্পোট শেষে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ওসি মোজাফ্ফর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২ জুন, ২০২২