চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাগডাংগা বিল এলাকা থেকে দু’টি বিদেশী পিস্তল, ২ ম্যাগাজিন ও ৬ রাউন্ডগুলিসহ ১৩ মামলার পলাতক আসামী জাহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। জাহিরুল গোমস্তাপুরের নন্দলালপুর চৌডালা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোমস্তাপুর উপজেলার সড়গ্রাম বালিকা বিদ্যালয়ের পেছনে বাগডাংগা বিল এলাকায় অভিযান চালিয়ে জাহিরুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দু’ টি বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন, ৬ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জাহিরুল দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে আগে দুটি অস্ত্র, একটি বিষ্ফোরক, ৩টি মাদক ও ৫টি ডাকাতিসহ মোট ১৩ মামলা রয়েছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১ জুন, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে দু’টি বিদেশী পিস্তলসহ ১৩ মামলার পলাতক আসামী গ্রেফতার