শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ফেনসিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৩শ’ ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার ভোরে শিবগঞ্জের শিয়ালমারা, সোনামসজিদ ও তেলকুপি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল  উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এক প্রেসনোটে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির সুবেদার আশরাফ আলী’র নেতৃত্বে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪- এস হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় শিয়ালমারা ক্রিস্টল নামক স্থানে ৮ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময় টহল দল তাদেরকে ধাওয়া করলে ৬টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া  বস্তা তল্লাশী করে ভারতীয় ১ হাজার ২শ ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত  ফেনসিডিলের আনুমানিত মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৮০০শ টাকা।
এদিকে অপর অভিযানে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ সেলিম পারভেজের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যবাজার নামক স্থানে  থেকে মালিকবিহীন ভারতীয় ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক ১০ হাজার টাকা।
অন্যদিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে তেলকুপি মাঠ নামক স্থানে থেকে মালিকবিহীন ভারতীয় ৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩৩ হাজার ২শত টাকা।
এ তিনটি ঘটনায় আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ০৩ জুন, ২০২২