চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন উদ্ধার > দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার মেসার্স কাজল স্টোর নামের একটি মুদি দোকানের গোডাউন থেকে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে বটতলাহাটের একটি বসতবাড়ি (মুদি দোকানীর গোডাউন) থেকে তেলগুলো উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক উসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স কাজল স্টোরের গোডাউন ঘরে অভিযান চালানো হয়। এসময় ওই গোডাউনের ভেতর থেকে ৫ ও ১ লিটার জারে থাকা মোট সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে মেসার্স কাজল স্টোরের স্বত¦াধিকারী কাজলকে তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়। উসমান গনি জানান, উদ্ধার করা তেলগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত দামে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।
এদিকে, উদ্ধার অভিযানের পর নির্ধারিত দামে অর্থাৎ ৭৬০ টাকা দামে ৫ লিটার তেল পাওয়া যাচ্ছে এখবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সংখ্যক ক্রেতা মেসার্স কাজল স্টোরে ভিড় জমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ মে, ২০২২