চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের পাশ থেকে বুধবার নজরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল পেশায় একজন কসাই। সে রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকালে পার্বতীপুর ইউনিয়নের নজরপুর নামক স্থানে আড্ডা সড়কের ধারে নজরুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি জানান, মরদেহ কোন আঘাতের চিহ্ন ছিলনা। তবে, পরনের জামা গলায় পেচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, ওসি দিলীপ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মে, ২০২২
গোমস্তাপুরের আড্ডা সড়কের ধার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার